চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশ অভিযান চালিয়ে শিবির নেতা মহিদুল ইসলাম (২৫), আব্দুস সালাম (২৮) ও মহির উদ্দীন (৩০)কে আটক করেছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে জীবননগর উপজেলার পোকামারি গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে শিবির নেতা মহিদুল ইসলাম, দেহাটি গ্রামের মজিবরের ছেলে আব্দুস সালাম, গয়েশপুর গ্রামের ইনতাজ আলীর ছেলে মহির উদ্দীনকে আটক করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান জানান, মহিদুলের নামে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও বিস্ফোরক দ্রব্য মামলা রয়েছে।