কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশকে অপরাধী ধরার কাজে সহযোগীতা করায় জামালপুর ইউনিয়নে কর্মরত এক গ্রাম পুলিশকে প্রাণ নাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের কিছু চিহ্নিত সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামী গ্রেফতারের কাজে কালীগঞ্জ থানা পুলিশকে সহযোগীতা করায় জামালপুর ইউনিয়নে কর্মরত দফাদার মো. শহিদুল্লাহকে মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকি দিয়েছে। বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ ব্যাপারে উত্তর নারগানা গ্রামের একাধিক মামলার আসামী ও চিহ্নিত সন্ত্রাসী মো. জয়নাল (৩০) ও তার স্ত্রী স্বপ্না বেগম (২৮), মো. কাজল (২৫) ও তার স্ত্রী রাবিয়া বেগম (২০) এদের বিরুদ্ধে দফাদার বাদী হয়ে অতি সাম্প্রতি কালীগঞ্জ থানায় একটি জিডি (নং-৯৭৭) করেন। শহিদুল্লাহ জানান, তারা অত্যন্ত খারাপ প্রকৃতির লোক যে কোন সময় তার ও পরিবারের মারাত্মক ক্ষতি করতে পারে।
