সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলা সদরে রাতের বেলা ৩ টি দোকানে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৪ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ২০ জানুয়ারী সোমবার দিবাগত রাত ১১টার দিকে সদরের প্রাণ কেন্দ্র জিরোপয়েন্টের থানা রোডে অবস্থিত মেসার্স বরেন্দ্র মেশিনারীজ, মেসার্স জামাল ভ্যারাইটি ষ্টোর এ্যান্ড কনফেকশনারী ও কর্মকার হার্ডওয়ার এন্ড পেইন্ট সাপ্লাই ষ্টোর নামক ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের দিক দিয়ে টানানো বৈদ্যুতিক লাইনের লুজ কেবল সর্টসার্কিট হয়ে অগ্নীকান্ডের সুত্রপাত হয় ও দোকান গুলিতে আগুন ধরে যায়। রাতের বেলা ওই ব্যবসা প্রতিষ্ঠান গুলি বন্ধ করে মালিকগন বাসায় ছিল। বাজারে লোকজন প্রথমে মেসার্স জামাল ভ্যারাইটি ষ্টোর এ্যান্ড কনফেকশনারী দোকানের ভিতর থেকে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখতে পায়। মুহুর্তেই এ আগুন দ’ুপাশের মেসার্স বরেন্দ্র মেশিনারীজ ও কর্মকার হার্ডওয়ার এন্ড পেইন্ট সাপ্লাই ষ্টোরে ধরে যায়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ছড়িয়ে পড়া আগুনের লেলিহান শিখায় মেসার্স বরেন্দ্র মেশিনারীজের প্রায় ৫ লক্ষ টাকার মালামাল, মেসার্স জামাল ভ্যারাইটি স্টোরের প্রায় ৪ লক্ষ টাকার বেকারী সামগ্রী ও ষ্টেশনারী মালামাল, কর্মকার হার্ডওয়ার এন্ড পেইন্ট সাপ্লাই ষ্টোরের প্রায় ৫ লক্ষ টাকার প্লাষ্টিক পাইপ, পেইন্ট, বার্নিশ, রং ফিতা পাইপ পুড়ে ভস্তীভূত হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, রাতের বেলা আগুন নেভানোর সময় তাদের দোকানের অনেক মালামাল লোকজন লুট করে নিয়ে গেছে। পতœীতলা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে ব্যবসা প্রতিষ্ঠান গুলি বিভিন্ন ব্যাংক থেকে সি’সি লোন নিয়ে পরিচালিত হয়ে আসছিল। রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
