ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদিবাটা গ্রামে গৃহবধূ আত্মহত্যায় প্ররোচনা মামলায় ৭ আসামিকে জেলহাজতে প্রেরন করেছে আদালত। ২১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বুলবুল আহম্মেদ উভয় পক্ষের শুনানী শেষে আদেশ দেন। আসামিরা হচ্ছে আফরুজা বেগম, সুরত আলী, আবুল হোসেন, জানিয়া খাতুন, ইউনুস আলী ও সাইফুল ইসলাম।
জানা যায়, প্রায় ১ বছর পূর্বে ওই গ্রামের দিনমজুর সৈয়দুর রহমানের কলেজ পড়–য়া মেধাবী কন্যা আঞ্জুমান আরার সাথে প্রেম করে দৈহিক সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের প্রভাবশালী শাহাদাত হোসেন (২২)। এতে আঞ্জুমান আরা গর্ভবতী হয়ে পড়ে। শাহাদাত হোসেন গর্ভবতী আঞ্জুমান আরা’র কাছ থেকে সটকে পড়ার চেষ্টা করলে গ্রামবাসীদের চাপের মুখে অবশেষে বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের দাবিসহ নানা অজুহাতে আঞ্জুমান আরার উপর নেমে আসে স্বামী ও তার পরিবারের লোকদের অমানুষিক নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে ২৮ অক্টোবর বিষ পানে আত্মহত্যা করে গৃহবধূ আঞ্জুমান আরা। এ ব্যাপারে আঞ্জুমান আরার পিতা বাদী হয়ে শাহাদাত হোসেনসহ ৮ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিনে ছিল।