রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে দূর্গারাম-দুধখাওয়া পানি নিস্কাশনের ড্রেনে এলাকাবাসীর রোপনকৃত বোরো বীজতলা ভেঙ্গে দেয়ার প্রতিবাদে গতকাল দুপুরে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী একত্রিত হয়ে চিহ্নিত ভূমি দস্যু আব্দুল লতিফ মিয়াজীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পক্ষে মোঃ আফজাল হোসেন বাদী হয়ে আঃ লতিফ মিয়াজীকে প্রধান আসামী করে ৬ জনের নামে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে প্রকাশ, উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী উপনচৌকি গ্রামের ওই এলাকার ভূমি দস্যু নামে পরিচিত মফিজ উদ্দিন মিয়াজীর পুত্র ও রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আঃ লতিফ মিয়াজী (৪২) স¤প্রতি দূর্গারাম-দুধখাওয়া পানি নিস্কাশনের ড্রেনটি লিজ নেন। এরই সূত্র ধরে গতকাল সোমবার আব্দুল লতিফ মিয়াজীর নেতৃত্বে ৬/৭ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে এলাকার বোরো চাষীদের ওই ড্রেনে রোপনকৃত বোরো বীজতলা সম্পূর্ন নষ্ট করে দেয়। যাহার ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্থরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে দুপুরে এলাকাবাসীরা একত্রিত হয়ে নারী-পুরুষ মিলে ভূমি দস্যু আঃ লতিফকে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা ঘেরাও করে রাখে। পরে পুলিশ বিক্ষোভকারীদেরকে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা চলে যায়। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান সরদার বলেন, বিষয়টি অবগত হয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এ ব্যাপারে রাজারহাট উপজেলা স্বেচ্ছা সেবক দলের ১নং যুগ্ম সাঃ সম্পাদক আল মাহমুদ আপেল সর্দার বলেন, রাজারহাট উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আব্দুল লতিফ মিয়াজী বেপরোয়া হয়ে উঠেছে। সে বর্তমানে যেসব কার্যকলাপ করছে তাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
