মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা সদরের কুলবাড়ীয়া গ্রাম থেকে ১১টি পেট্রোল বোমা ও ২টি হাত বোমা উদ্ধার করেছে র্যাব। রবিবার দিবাগত রাত বারোটার দিকে কুলবাড়ীয়া গ্রামের মিশকাত আলীর বাড়ির সামনের সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ মেহেরপুরের গাংনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশরাফউদ্দীন জানিয়েছেন, নাশকতার উদ্দেশ্যে দুর্বত্তরা বোমাগুলো ফেলে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে বোমাগুলো উদ্ধার করে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে সদর থানায় জমা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।