আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের যুগোপযুগী পরিকল্পনার কারণে বাংলাদেশ অচিরেই খাদ্যে স্বয়ংসম্পুর্নতা অর্জন করতে যাচ্ছে। খাদ্য সংরক্ষন ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে অধিক হারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই সরকারের প্রধান লক্ষ্য। তিনি মঙ্গলবার বিকালে আদমদীঘির সান্তাহারে অবস্থিত খাদ্য শস্য সংরক্ষনাগার সাইলো ও ক্যাম্পাসে নির্মানাধীন শিতাতাপ নিয়ন্ত্রিত বহুতল খাদ্য গুদাম নির্মান কাজ পরিদর্শন কালে উপরোক্ত কথা গুলো বলেছেন। খাদ্য মন্ত্রী কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে। খাদ্য মন্ত্রীর পরিদর্শন কালে তার সাথে ছিলেন বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, নির্বাহী অফিসার রুহুল আমিন, খাদ্য বিভাগের উর্ধতন কর্মকর্তাগন এবং স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।