বিশেষ প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুরের বিধবাদের ব্র্যাক অর্থ সাহায্য প্রদান করেছে। ২১ জানুয়ারী মঙ্গলবার বিকেলে বিধবাপলীতে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন ৩০ বিধবার প্রত্যেকের হাতে ৪ হাজার ৮শ টাকা অর্থ সাহায্য তুলে দেন। এসময় ইউএনও মাহবুবা আইরিন,নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিষেক দাস, কাঁকরকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুলাহ তালুকদার মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নাজিমুদ্দিন,বিধাবা পলীর সভাপতি জালাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
উলেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৫ জুলাই হানাদার পাক বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদরদের একটি দল সোহাগপুর গ্রামে গণহত্যা চালায়। ওইদিন ২ ঘন্টার অভিযানে গ্রামের ১শ ৮৭ পুরুষ মানুষকে গুলি করে হত্যা করা হয়। সেই থেকে গ্রামটির নাম দেওয়া হয় বিধবা পলী।