নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বেসরকারী প্রতিষ্ঠান আর এম সি ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে পৌরশহরের দক্ষিনবাজারস্থ টেম্পু ষ্টেশনে দু:স্থ শীর্তাতদের মাঝে ২শ কম্বল বিতরণ করা হয়।
গোলাম কিবরিয়া মাকসিম এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এম সি ফাউন্ডেশনের এমডি দুলাল চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুরুল আমিন, আশরাফ উজ্জামান, রেজাউল করিম বুলবুল প্রমুখ।