ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পিডিম ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিশু শিক্ষা প্রকল্প (ইসিডি)’র উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা সম্পর্কে এক অবহিতকরণ সভা ১৯ জানুয়ারী রোববার স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠিত হয়। পিডিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভীন ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। বিশেষ অতিথি সিভিল সার্জন ডাঃ নারায়ণ চন্দ্র দে, জেলা সমাজ সেবা অধিদপ্তরের ডিডি শামছুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিডিমের ম্যানেজার ফারজানা সুলতানা, অধ্যাপক আবুল হাশেম, ইসিডি প্রকল্পের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক আরিফ হোসেন প্রমূখ। এ সভায় উপজেলার ৭টি ইউনিয়ন থেকে আগত প্রতিবন্ধী শিশু, শিশুদের অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
