মধুখালী(ফরিদপুর) সংবাদদাতা : মধুখালীতে জাতীয় হাম-রুবেলা টিকাদন ক্যাম্পেইন -২০১৩-২০১৪ উপলক্ষ্যে মঙ্গলবার মধুখালীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্যকম্পেক্স এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসিনা বেগমের সভাপতিত্বে বেলা সারে ১১টায় উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আাওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৈয়বুর রহমান,আবাসিক চিকিৎসক ডাক্তার কবির সরদার, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি) মোঃ আসলাম উদ্দীন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
