চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গাস্থ বিজিবি বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৪ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় অবৈধ্য মালামাল আটক করেছে। আটকৃত মালামালের মধ্যে রয়েছে উন্নতমানের গেঞ্জি, চামড়ার মোজা, এ্যাম্পিফায়ার, ভিবেল সাবান, পিতলের কব্জা, ষ্টিলের কব্জা, ইনো, বৌ টুপি, মদ, গাজা, ফেন্সিডিল প্রভৃতি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্যান্ট কর্ণেল এসএম মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার নাস্তিপুর ও ইশ্বরচন্দ্রপুর এবং মাগুরার জাগলাবাজার এলাকা থেকে উপরোক্ত মালামালগুলো সোমবার উদ্ধার করা হয়।
উল্লেখ্য সারা বাংলাদেশের সীমান্ত এলাকায় কর্মরত বিজিবিদের মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশকারী অবৈধ মালামাল উদ্ধার কাজে সাফল্যে এ ব্যাটালিয়নের নায়েক সুবেদার ইয়াকুব প্রথম স্থান এবং নায়েক এনামুল কোরাশি তৃতীয় স্থান অধিকার করেছেন। এ বিষয়ে তারা পুরস্কৃতও হয়েছেন।
