গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া কম্বল মঙ্গলবার গোমস্তাপুর উপজেলা মিলনায়নে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। শীতার্তদের মাঝে এ সব কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসির আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউপি চেয়ারম্যার জিল্লুর রহমান লালু প্রমূখ।মোট ৩৫০ টি কম্বল দরিদ্র ও শীতার্তদেও মাঝে বিতরণ করা হয়।