এস.গুলবাগী,বগুড়াঃ বগুড়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি,বগুড়া -৬ (সদর)নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান এড. জহুরুল ইসলামের পত্নী রেনু ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……… রাজেউন)। শনিবার ভোর পৌনে ৫টার দিকে স্থানীয় একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

গত রমজান মাসের শুরুতেই তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ি হয়েছিলেন।দীর্ঘ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল ভোরে তিনি মৃত্যুর কাছে হার মানেন। তিনি মৃত্যুকালে একপুত্র, মা, ভাই, বোনসহ আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাজায় রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ছাড়াও সরকারী আধাসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবি অংশ গ্রহন করেন। পরে দক্ষিন বগুড়া (ভাইপাগলা ) কবরস্থানে তাকে তার স্বামীর পাশের দাফন করা হয়।
এদিকে রেনু বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বগুড়া(সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া (শেরপুর-ধুনট) আসনের হবিবুর রহমান বগুড়া -নির্বাচনী আসন (শিবগঞ্জ) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ,বগুড়া (সদর) আসনের নূরুল ইসলাম ওমর বগুড়া (নন্দিগ্রাম-কাহালু ) আসনের তানসেন আলম,বগুড়া (গাবতলী-শাহজাহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাডঃ আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোমতাজ উদ্দিন, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া পৌর মেয়র এ্যাডঃ মাহবুবুর রহমান, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু,দৈনিক বগুড়ার সম্পাদক রেজাউল করীম বাদশা,দৈনিক উত্তরের খবরের সম্পাদক আব্দুস সালাম বাবু,দৈনিক উত্তর কোনের সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক,প্রকাশক হেলালুজ্জামান তালুকদার লালু,সদর উপজেলা চেয়ারম্যান আলী আসগড় হেনা,দৈনিক সকালের আনন্দের মাহমুদুর রহমান,সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি ফযলে রাব্বী ডলার সাধারন সম্পাদক,মমিনুর রশিদ সাইন,সংবাদ সংস্থা এফএনএস পরিবারের পক্ষে বিশেষ প্রতিনিধি ম,রফিক মুক্তা,দৈনিক কালের খবরের অফিস প্রধান লিমন বাসার,দৈনিক ইনকিলাব এর উত্তরাঞ্চল প্রতিনিধি মোহসীন আলী রাজু, বগুড়া চেম্বার সহ বিভিন্ন রাজনীতিবিদ সামাজিক ও পেশাজীবি মানুষ।
