শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ভাতিজার হাতে মাহফুজা (৮০) নামে বৃদ্ধা চাচী খুন হয়েছেন। ১৯ জানুয়ারী রবিবার বিকেলে উপজেলার রাণীশিমূল ইউনিয়নের হাঁসধরা আকন্দবাড়ীতে ওই ঘটনা ঘটে। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ওই ঘটনায় সোমবার সকালে নিহত মাহফুজা বেগমের ছেলে মাহবুবুর আলম বাদী হয়ে শ্রীবরদী থানায় ঘাতক মতিউর রহমানকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

জানা যায়, শেরপুরের ঝিনাইগাতীর রাজনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী মাহফুজা শ্রীবরদীর হাঁসধরা গ্রামে জামাই শফি উদ্দিনের বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে যান। রবিবার বিকেলে প্রতিবেশি কুতুব উদ্দিনের ছেলে মতিউর রহমান তার ঘরে চুরি করতে যায়। এ সময় বৃদ্ধা মাহফুজা বাঁধা দিতে গেলে মতিউর রহমান তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ বলেন, নিহতের মুখে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
