স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহার মাতা শ্রী সরযূবালা সাহা (৯০) ২০ জানুয়ারী সোমবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। দুপুরে স্থানীয় শেরী শ্বশ্মানে তাকে দাহ করা হয়।

তার মৃত্যুতে সংসদ সদস্য আতিউর রহমান আতিক, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, চেম্বার অব কমার্স সভাপতি গোলাম মোঃ কিবরিয়া লিটন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।
