জিয়াউর রহমান জিয়া, রাজীবপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়ারচর এলাকায় অসময়ে হঠাৎ করেই ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। শনিবার ২০ জানুয়ারী সোমবার পর্যন্ত নয়ারচর উত্তরপাড়া, ব্যাপাড়িপাড়া ও মন্ডলপাড়া ৩ টি গ্রাম বিলীন হয়ে গেছে। ব্রহ্মপুত্র নদ ওই ৩ গ্রামের প্রায় ১শ ঘরবাড়ি গ্রাস করেছে। আংশিক ভাঙ্গনের শিকার হয়েছে নয়ারচর হাজিপাড়া ও দিয়ারার চর গ্রাম। ভাঙ্গনে তছনছ হয়ে গেছে দিয়ারারচর সেতু এবং রাজীবপুরের সঙ্গে একমাত্র যোগাযোগ ব্যবস্থা সড়কটিও। দিয়ারার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভাঙ্গনের দূরত্ব এখন ৫শ গজের মত।

সরেজমিনে দেখা গেছে, প্রায় দুই কিলোমিটার জুড়ে চলছে ব্রহ্মপুত্রের ভাঙ্গন। দিয়ারার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, দুইদিনে যে হারে ভাঙ্গছে তা অব্যাহত থাকলে ভাঙ্গনে হারিয়ে যাবে স্কুলটিও। নদীতে পানি কম থাকলেও ভাঙ্গনের তীব্রতা ছিল বেশি। এতে বড় বড় চাপ ভেঙ্গে পড়েছে নদীতে।
ব্রহ্মপুত্রের ভাঙ্গনের শিকার নবাব আলী বলেন, ‘মেলা নদী ভাঙ্গা দেখছি। কিন্তু নদীতে পানি নাই তারপরও ভাঙ্গন এত ভয়ঙ্কর হয় দেহি নাই। ঘর ভাইঙ্গা নিয়া যাওয়ারও সময় পাই না। আমার ঘর ভিটেমাটি সব শ্যাষ হইয়া গেছে।’ এসময় নদী ভাঙ্গা আইজুদ্দিন বলেন, ‘দেখতি দেখতি চোখের সামনে কিভাবে বাড়ি ঘর ভাইঙ্গা গেল।’ তাদের মতো প্রায় একশ’ পরিবার তাদের ঘরবাড়ি ভেঙ্গে অন্যত্র চলে গেছে।
মোহনগঞ্জ ইউনিয়নের সদস্য নুরুল ইসলাম জানান, কয়েকদিন থেকেই ব্রহ্মপুত্র ভয়াবহ রূপ ধারণ করেছে। রাজীবপুর শহরের সঙ্গে একমাত্র যোগযোগের মাধ্যম সড়কটির কিছু অংশ নদীতে বিলীন হয়ে গেছে। মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু জানান, ভাঙ্গনের এ খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানানো হয়েছে।
