ads

সোমবার , ২০ জানুয়ারি ২০১৪ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইল-৮(সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য শওকত মোমেন শাজাহান আর নেই

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২০, ২০১৪ ৫:৩০ অপরাহ্ণ

clip_image002টাঙ্গাইল প্রতিনিধি :   টাঙ্গাইল-৮(সখিপুর বাসাইল) আসনের সংসদ সদস্য শওকত মোমেন শাজাহান আর নেই। তিনি ২০ জানুয়ারী সোমবার সকাল সোয় ৬টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্নালি­াহে…….রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৭বছর।তিনি ২০০৯ সালে টাঙ্গাইল ৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হন।
সখিপুর থানার ওসি মোখলেছুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ জানান, সংসদ সদস্য শওকত মোমেন শাজাহান রাতে সখিপুর ডাক বাংলায় রাত্রি যাপন করেন। সকালে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় । দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আওয়ামীলীগ নেতা শওকত মোমেন শাজাহান টাঙ্গাইল -৮ (সখিপুর-বাসাইল) আসন থেকে ১৯৮৬,১৯৯৯(উপনির্বাচন),২০০৯ এবং ২০১৪ সালের ৫ জানুয়ারী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হন। তিনি ২০০৯ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচিত হওয়ার পর তিনি কৃষি মন্ত্রনালয়ে সংসদিয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

বাসাইল( টাঙ্গাইল) প্রতিনিধি :

Shamol Bangla Ads

বর্ষিয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা শওকত মোমেন শাহজাহান আর নেই। ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিবিদ,জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে চলে গেলেন না ফেরার দেশে। জানা যায়, তিনি গত ১৭ জানুয়ারি ঢাকা থেকে চলে আসেন নিজ নির্বাচনী এলাকায়। ১৮ জানুয়ারি বাসাইলের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে দলের বর্ধিত সমাবেশ করেন তিনি। তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে তিনি ১৯ জানুয়ারি সখিপুর উপজেলার বিভিন্ন নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে রাত ২টার দিকে সখিপুরস্থ নিজ বাসায় অবস্থান করেন। তখন তার একান্ত সহকারী সিদ্দিককে বলেন আগামী কাল ভোরে ঢাকা যেতে হবে ৫টার মধ্যে ড্রাইভারকে নিয়ে বাসায় চলে আসবে। আরও জানা যায় তিনি রাতে নিজ বাসায় তার বেডরোমে একাই ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে তিনি মোবাইল ফোনে তার গানম্যান সিদ্দিককে বলেন আমার শারিরিক অবস্থা ভাল না, খুব খারাপ লাগছে তুমি গাড়ি নিয়ে বাসায় চলে আস। পরে ড্রাইভার অসুস্থ অবস্থায় তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে মোবাইল ফোনের মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পরে। তার এ আকস্যাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বাসাইল সখিপুরের সর্বস্তরের মানুষের মাঝে। প্রথম জানাযার উদ্দেশ্যে দুপুর ১২টায় মরহুমের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে। মরহুমের দ্বিতীয় নামাজে জানাযা অনষ্ঠিত হয় বিকাল ৪টায় বাসাইল উপজেলা কেন্দ্রীয় মাঠে। তার জানাজায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী,সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলা, টাঙ্গাইল সদর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন প্রমূখ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!