চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার নাস্তিপুর এলাকা থেকে বিজিবি মাটি খুড়ে ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে নাস্তিপুরে মাটি খুড়ে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মাঠে মাটি খুড়ে ছয়টি প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার মূল্য সাড়ে ৩ লাখ টাকা।