গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৮তম জন্মদিন উপলক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৯ জানুয়ারি রোববার কেক কর্তন, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সন্ধ্যায় শহরের সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কেক কর্তন ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক কাজী লিয়াকত হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদ তালুকদার, ঢাকা জেলা ছাত্রদল নেতা মাসুদ তালুকদার, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আল-আমিন জাহিদ, উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল হক সুমন, উপজেলা যুবদল নেতা উজ্জল প্রমুখ।