টাঙ্গাইল প্রতিনিধি : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ট্রেন ফেল করেছে অনেকে বলছে আমি বলি খালেদা জিয়া ট্রেনের টিকেটই কেনেননি। কারন বাংলাদেশে তো পাকিস্তানী ট্রেন নাই। তিনিতো পাকিস্তানী ট্রেনের টিকেট কিনতে চেয়েছিলেন কিন্তু ওই টিকেটতো বাংলাদেশে নাই। তিনি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী কে উদ্দেশ্য করে বলেন, ৭১ থেকে ৭৫এর কাদের সিদ্দিকী এক নয়। কাদের সিদ্দিকী এক জনসভায় বলছেন, ৬ মাসের মধ্যে সরকারের পতন ঘটাতে না পারলে হাতে চুড়ি পরব- পাল্টা জবাবে মন্ত্রী বলেন পুরুষের চুড়ি পরলে মানায় না মানায়তো মহিলাদের। আর তুমিতো বঙ্গবীর; তোমাকে আরও মানায় না। তিনি ১৯ জানুয়ারী রবিবার বিকেলে বলা হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা আব্দুল লতিফ সিদ্দিকী কে ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী করায় বলা ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে সস্বর্ধনা সভা¡ আয়োজন করে।মোফাখারুল ইসলাম এর সভাপতিতে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বেগম লায়লা সিদ্দিকী,উপজেলা আ;লীগ সভাপতি মোজহারুল ইসলাম তাং ও সম্পাদক আনছার আলী বিকম জোনায়েত হোসেন,বলা ইউনিয়নের চেয়ারম্যান চানঁ মাহমুদ পাকির আলী, আবু মোহাম্মদ জিন্নাহ যুবলীগ নেতা নূরুন্নবী সরকার,ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মনির, তুহিন, পলাশ সিদ্দিকী প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোলা উপস্থিত ছিলেন।