কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী রবিবার দিনব্যাপী ‘একটি বাড়ি-একটি খামার’ প্রকল্পের মাঠ সহকারীদের প্রশিক্ষণ কর্মশালা বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন অফিস আয়োজিত ওই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফ হোসেন, কলারোয়া বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল গফুর, উপজেলা সমন্বয়কারী আনোয়ারুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষক ছিলেন কর্মকর্তা আলতাফ হোসেন, কামরুজ্জামান পলাশ ও মাহাবুর জামান।