মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লিপা বেগম (২০) নামে এক তরুণীর ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বিন্দাবনপুর গ্রামা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত লিপা উপজেলার পতনউষার ইউনিয়নের বিন্দাবনপুর গ্রামের মোঃ মজনু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানাযায়, রোববার রাতে লিপা তার শোবার ঘরে শুয়ে ছিল। পরিবারের সদস্যরা তার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের বন্ধ দরজা ভেঙে ভেতরে ঢুকে তীরের সাথে ঝুঁলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।
পরে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যা মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহার রঞ্জন নাথ জানান, এটা হত্যা না আত্মহত্যা তা পোষ্টমোর্টমের মাধ্যমে জানা যাবে। এ ব্যাপারে প্রাথমিক ভাবে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।