কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আইন ও শরিয়াহ অনুষদভুক্ত এইচ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। ১৯ জানুয়ারী রবিবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিট সমন্বয়কারীর কক্ষে আনুষ্ঠানিকভাবে ওই ফল প্রকাশ করা হয়। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://www.iu.ac.bd) থেকে দেখা যাবে।

এ বিষয়ে এইচ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. জহুরুল ইসলাম বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী যথা সময়ে ফল প্রকাশ করতে পেরেছি। এছাড়া সকল ভর্তি কার্যক্রমও যথাসময়ে হবে।
