আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে সরকার নিশিদ্ধ ঘোষিত জীববৈচিত্র বন্যপ্রাণী শিকারের অপরাধে দুইজন শিকারীর ১ হাজার টাকা করে জরিমানা ও ক্রয়-বিক্রয় করার অপরাধে দুইজন ব্যবসায়ীর ১০ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে আত্রাইয়ের বিভিন্ন স্থানে বিভাগীয় বন কর্মকর্তা রাজশাহী ও আত্রাই থানা পুলিশের সার্বিক সহযোগীতায় মোল্লা রেজাউল করিম বিভাগীয় বন কর্মকর্তা রাজশাহী, মোঃ শরিফুজ্জামান বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষন কর্মকার্ত রাজশাহী, মোঃ আমজাদ হোসেন ফরেষ্টার রাজশাহী সদর এবং আত্রাই থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সরকার নিশিদ্ধ ঘোষিত বন্য প্রাণীর অংশ হিসেবে ক্রয়-বিক্রয়ের সময় নওদুলি গ্রামের মন্দ্রের এর পুত্র গৌবিন্দ (৬৫), রশিক চন্দ্র প্রাং এর পুত্র সতিশ চন্দ্র (৬০) কে ২২ কেজি সুন্ধি কাছিম সহ দুইজন ব্যবসায়ীকে আটক করে। এবং বিভিন্ন মাঠও বিলে অভিযান চালিয়ে পাখি, কুচিয়া (কেঁচো) মাছসহ তিলাবাদুরী গ্রামের দুইজন শিকারী নগেন সরকারের পুত্র নয়ন সরকার (৩৫), বাবু রাম হাজদারের পুত্র শ্যামল হাজদা (৩২) কে আটক করে ।

আত্রাই ভ্রাম্যামান আদালতে র্সোপদ করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি উভয় পক্ষ্যের বক্তব্য শুনানি অন্তে ব্যবসায়ী গৌবিন্দ ও সতিশ চন্দ্র কে ১০ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেন এবং নয়ন সরকার ও শ্যামল হাজদা এর ১ হাজার টাকা জরিমানার রায় প্রদান করা হয়।
