শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে যা যা প্রয়োজন তাই করা হবে। তিনি ১৮ জানুয়ারী শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সভার আগে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, কোন ধরনের জঙ্গিবাদী-সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশে চলবে না। রাজনীতি করতে হলে এগুলো বন্ধ করতে হবে। গণতান্ত্রিক পথে আসতে হবে। এগুলো জনগণ আর মেনে নেবে না।
শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদী-সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে যা যা প্রয়োজন তা করে যাচ্ছি, করে যাব।
বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যতই মুরব্বি থাকুক, যত বড় শক্তিই পাশে দাঁড়াক জঙ্গি-সন্ত্রাসীদের কেউ রক্ষা করতে পারবে না। জনগণ আমাদের পাশে আছে।