টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজবাড়ী উত্তরপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের গত ১৮ জানুয়ারী শনিবার আছরের নামাজের পর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র মসজিদের সভাপতি ও বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, হাসমত আলী নেতা, গেøাবাল স্ট্যান্ডার্ড গ্ররুপের চেয়ারম্যান মো: আব্দুল আলীম, সাপ্তাহিক যুগধারার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মো : হাবিবুর রহমান সরকার, অত্র মসজিদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, দৈনিক সরেজমিন বার্তার কালিহাতি উপজেলা প্রতিনিধি মো: মেহেদি হাসান মৃদুল চৌধুরী সহ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসুলীরা উপস্থিত ছিলেন। বাদ মাগরিব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।