বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : ‘আমি বোয়ালখালীর সন্তান। বোয়ালখালী আমাকে অনেক কিছু দিয়েছে। তাই আমার নির্বাচনী এলাকার পাশাপাশি বোয়ালখালীর উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা থাকবে। বোয়ালখালীর জনগণের জন্য আমার দুয়ার সবসময় খোলা।’ শনিবার বিকেলে বোয়ালখালী প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) প্রধান ও সাংসদ আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ এমপি, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরার জন্য সংবাদকর্মীদের প্রতি আহŸান জানান। পাশাপাশি বোয়ালখালী প্রেসক্লাবের জন্য স্থায়ী ভবন নির্মাণেও সহযোগিতার আশ্বাস দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মো.শাহীনুর কিবরিয়া মাসুদ, সাধারণ সম্পাদক এসএম মোদ্দাচ্ছের, সহ-সম্পাদক পূজন সেন, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, অর্থ সম্পাদক আল সিরাজ ভান্ডারী, তথ্য ক্রিড়া সমাজ কল্যাণ সম্পাদক সেকান্দর আলম বাবর, কার্য নির্বাহী সদস্য আবুল ফজল বাবুল, টিপু সুলতান, এম এ মান্নান, রাজু দে ও পাক্ষিক আলোকিত বোয়ালখালীর সম্পাদক তাজুল ইসলাম রাজু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ জহিরুল হক সবুজ, মুক্তিযোদ্ধা এসএম আবু বক্কর, ব্যাংকার এ এম শামসুদ্দিন, এমপি পুত্র মাহমুদ আজাদ।
