ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাঘায় প্রচন্ড শীতেও কাতর হয়নি শীত বাহাদুর খাইরুল

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০১৪ ৭:১৯ অপরাহ্ণ

shit bahadur-2রাজশাহী প্রতিনিধিঃ  রাজশাহীর বাঘা উপজেলায় আশ্চর্য প্রকৃতির এক শীত বাহাদুর রয়েছে। যার নাম খাইরুল ইসলাম। উপজেলার বলরামপুর গ্রামের মৃত: হযরত আলীর ছেলে শীত বাহাদুর খাইরুল । তার বর্তমান বয়স ৪৯ বছর। তীব্র শীত সইতে না পেরে প্রতিদিন বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে। হাজার হাজার জীব জন্তু অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু খাইরুল তীব্র শীতকে উপেক্ষা করে খালি শরীরেই সকল কাজ কর্ম সফল ভাবেই করে বেড়াচ্ছেন।

Shamol Bangla Ads

জানা যায়, শীত বাহাদুর খাইরুল ১৯৯১ইং সাল থেকে আজ পর্যন্ত শরীরে শুধু লুঙ্গি ছাড়া কোন প্রকার পোশাক ব্যবহার করেন না। তিনি তীব্র শীতের মাঝেও শীত বস্ত্র ছাড়াই স্বাভাবিক ভাবে চলাচল করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তিনি পেশায় একজন কাঠুরিয়া। সকাল হলেই খালি শরীরে দা- কুড়াল নিয়ে নেমে পড়েন জীবিকা অর্জনের উদ্দেশ্যে। মাঠে, ঘাটে ও বাজারে সর্বত্রই পোশাকহীন শরীরেই চলাফেরা করেন তিনি।

শীত বাহাদুর খাইরুল জানান, আমি অতি দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেছি। আমার পিতা- মাতা ছোট কাল থেকে স্বচ্ছলভাবে চলাচল করার মত তেমন কোন পোশাক কিনে দিতে পারেননি। শীতেও দিতে পারেনি শীত বস্ত্র। তাই পোশাক ছাড়া চলতে চলতে খালি শরীরে থাকা আমার অভ্যাসে পরিনত হয়েছে। ১৯৯১ইং সালের পূর্বে হালকা পাতলা পোশাক ব্যবহার করলেও তার পর থেকে  আর কোন পোশাক পরিধান করিনা। সকলে শীত শীত করে কাতর কিন্তু আমি শীত কি তা বুঝতেই পারিনা। শীত গরম সকল মৌসুমেই আমি একই ভাবে থাকি। গরমেও বুঝতে পারিনা তীব্র গরমের কি জ্বালা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!