জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে হত্যা মামলার এক আসামীর লাশ উদ্বার করেছে পুলিশ। ১৯ জানুয়ারী শনিবার দিবাগত রাতে বহুল আলোচিত স্ত্রী হত্যা মামলার আসামী নূর আলমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান জানান, কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে নূর আলম (৪০) তার স্ত্রী হত্যা মামলার আসামী ছিলেন। কিছু দিন আগে তিনি জামিনে এলাকায় আসেন।
উল্লেখ্য, যৌতুকের দাবিকৃত টাকা পূরন না করায় নূর আলম তার স্ত্রী খুকুমনিকে নির্মমভবে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় খুকুমনির বড় ভাই তোজাম্মেল হক বাদি হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায় স্ত্রীকে হত্যার পর থেকেই নূর আলম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি আত্নহত্যা করে থাকতে পারেন বলে তাদের ধারনা।