পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বোয়ালিয়া সার্বজনীন পূজা মন্দিরের শিব প্রতিষ্ঠা বার্ষিকী পালন, কালীমন্দির উদ্ভোধন ও কালী প্রতিষ্ঠা উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত শিব স্নান, শিবপূজা, প্রসাদ বিতরণ, আলোচনাসভা, শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের প্রার্থনা সভাসহ বিভিন্ন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বোয়ালিয়া শিব ও কালীমন্দিরের সভাপতি সমীরণ সাধু। উদ্ভোধক ছিলেন দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ওসি এম মসিউর রহমান, উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
