পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় সাবেক ইউএনও দম্পতিকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ ভবনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নী ও সাবেক ইউএনও কাজী আতিয়ুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম রেজাউল করিম, সাংবাদিক আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, এন ইসলাম সাগর, প্রভাষক আমানউলাহ আমান, অফিস সহকারী গোলাম সরোয়ার। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। উলেখ্য সাবেক উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান ইতোমধ্যে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক এবং স¤প্রতি সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নী নাটোরের জেলা সিনিয়র ম্যাজিষ্ট্রেট হিসাবে যোগদান করেন।
