নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদের ২০১৩-২০১৪ইং অর্থ বছরের চিনিশপুর ইউনিয়ন ভূমি হস্তান্তর কর ১% এর আওতায় একটি বাড়ী একটি খামার প্রকল্পের দরিদ্র সদস্যদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চিনিশপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১৯ জানুয়ারী সকাল ১০ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

চিনিশপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার সুমন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স। ২টি পর্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে আলোচনা সভার শুভ উদ্ধোধন করেন চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ঠ সমাজসেবক মোঃ নুরুজ্জামান।
আলোচনা সভায় অংশগ্রহন করেন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার জহিরুল ইসলাম জহির এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম পর্বের আলোচনা সভায় বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড মেম্বার পারভেজ মাহমুদ কদর ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ লাল মিয়া,৪নং ওয়ার্ড মেম্বার অলিউর রহমান,৯নং ওয়ার্ড মেম্বার গোলজার হোসেন মোল্লা,মেম্বার নয়ন চন্দ্রদে, চিনিশপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শাহ্আলম হোসেন,ইউনিয়ন পরিষদের ই তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা জাকিয়া আফরিন প্রমুখ।

সভায় প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স বলেন মাননীয় প্রধান মন্ত্রী গ্রামের দরিদ্র জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে একটি বাড়ী একটি খামার প্রকল্প গ্রহন করেছেন। এতে দেশের ৪হাজার এর উপর ইউনিয়ন পরিষদের দরিদ্র জনগোষ্ঠি উপকৃত হচ্ছে। প্রতি ইউনিয়নের ৯টি ওয়ার্ড নিয়ে ৬০ সদস্য বিশিষ্ঠ সমিতি গঠন করে দরিদ্র জনগোষ্ঠি তাদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।সমিতির মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহন করে তারা তাদের ভাগ্য উন্নয়ন করছে।তবে তিনি নরসিংদী জেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি সমিতির কার্যক্রমে হতাশা ব্যাক্ত করেছেন। এ জন্য তিনি ঋণ গ্রহনকারী নির্বাচনে ভূলকেই দায়ী করেছেন।
সেজন্য বেশ কয়েকজন সদস্য ঋণ নিয়ে তা পরিশোধ করছেননা। ফলে তাদের বিরুদ্ধে মামলা করতে হয়েছে। বর্তমানে তারা পলাতক রয়েছেন। ঋণ পরিশোধ না করার তালিকায় রয়েছেন অনেক ইউনিয়ন পরষদের মেম্বাররা ও যা অত্যন্ত দুঃখজনক। যারা অবিলম্বে ঋণ পরিশোধ না করবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। কারন গরীব জনগোষ্ঠির জন্য প্রধান মন্ত্রীর দেয়া টাকা এভাবে নষ্ট হতে দেয়া হবে না।উল্লেখ্য যে নরসিংদী জেলায় একটি বাড়ী একটি খামার প্রকল্পে বর্তমানে আড়াই কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। তিনি সরকারের টাকা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য উন্নয়ন করার জন্য উপস্থিত প্রায় শতাধিক নারী পুরুষ সদস্যদের প্রতি আহব্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল প্রশিক্ষণ পর্ব । প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার সমাবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
