তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে তালন্দ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার তালন্দ বিশ্ববিদ্যাল্যয় কলেজ মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় তালন্দ ললিত মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বিষ্ণুপদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালন্দ ললিত মোহন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত সহকাররী অধ্যক্ষ আব্দুল আজিজ, শারীরিক শিক্ষা প্রভাষক খাইরুল ইসলাম, আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, তালন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, তানোর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরীয়তুলা, তানোর থানা ছাত্রদলের সভাপতি আব্দুল মালেক, সমাজ সেবক হাবিবুর রহমান, সোহেল রানা, হামিদুর রহমান, উজ্জল হোসেন প্রমুখ। খেলায় সমাসপুর একতা সংঘ রাধানগর স্পোর্টিং ক্লাবকে ছয় ইউকেটে হারিয়ে চাম্পিয়ন হয়। খেলাটি পরিচালনা করেন সেনা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও রুবেল হোসেন।
