ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপিকে ডুমুরিয়া প্রেসক্লাব, উপজেলা প্রশাসন ও শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এ উপলক্ষ্যে শনিবার বেলা ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে সভাপতি এম এ এরশাদের সভাপতিত্বে মাননীয় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সিনিয়র সাংবাদিক কাজী আবদুলাহ ক্লাবের সা. সম্পাদক শেখ মাহতাব হোসেন, যুগ্ম সম্পাদক খান আজিজুর রহমান, দপ্তর সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, নির্বাহি সদস্য অরুন দেবনাথ, সুজিত মলিক, বিলায়েত হোসেন, রফিকুল ইসলাম, উদয় চক্রবর্ত্তী ও মাহবুর রহমান প্রমুখ। পরে প্রতিমন্ত্রীকে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে নির্বাচিত জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও অভিনন্দন জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী আব্দুল হাদী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্যদেন,নির্বাহী অফিসার মোঃ শামছুদ্দোজা, মহিলা ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার, সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা, ওসি শাহ মোঃ আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, জি এম আমানউলাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, অফিস সুপার এস এম মুজিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা শংকর প্রসাদ মন্ডল, মৎস্য কর্মকর্তা সরোজ কান্তি মিস্ত্রী, কৃষি কর্মকর্তা পংকোজ কান্তি মজুমদার প্রমুখ। এ সময় উপজেলার শিক্ষক সমিতি, দলিল লেখক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
