ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন ১৮ জানুয়ারী শনিবার সমিতির নিজ কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে আব্দুর রহিম ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছমির আলী মলিক পেয়েছেন ৪৯ ভোট। মোঃ জাকারিয়া ৭১ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মিন্টু মিয়া পেয়েছেন ৩৪ ভোট। এ নির্বাচনে বিভিন্ন পদে অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মোঃ লাল মিয়া, কোষাধ্যক্ষ রমজান আলী। নির্বাচন কমিশনারের দায়ীত্বে নিয়োজিত ছিলেন, আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ কলেজের অধ্যাপক মোঃ আবুল হাশেম।