চুয়াডাঙ্গা সংবাদদাতা : বৈরী আবহাওয়া ও কনকনে শীতে চুয়াডাঙ্গা জেলার শীতার্ত মানুষের পাশে আর্ত মানবতার হাত বাড়িয়ে এগিয়ে এলেন তরুন ৫ প্রকৌশলীসহ মোট ৬ ব্যক্তি। বিতরণ করলেন প্রায় ৬’শ শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র।
জানা গেছে, ঢাকার ৫ তরুন প্রকৌশলী চুয়াডাঙ্গা জেলার ছিন্নমূল, হত দরিদ্র প্রায় ৬’শতাধিক নারী-পুরুষ ও শিশুর মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। শনিবার বেলা ৯ টা থেকে ১২ টা পর্যন্ত চুয়াডাঙ্গা রেলস্টেশনের পাশে হকপাড়া বস্তিতে বসবাসকারী ছিন্নমূল এসব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ৪’শ ৫০জন শিশু ও ২’শ নারী-পুরুষের মাঝে জ্যাকেট, সুয়েটার ও নতুন কম্বল তুলে দেওয়া হয়। তরুন এ প্রকৌশলী প্রতিনিধি দলে ছিলেন প্রকৌশলী আরমান এম সিদ্দিক, তহমিনা আফরোজ নিপা, সাইফুল ইসলাম খান, আব্দুল্লাহ আল মামুন , উম্মে আরাফাত মুক্তি ও মনসুর আলী।
আর্ত মানবতায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা মানুষ মানুষের জন্য এই মন্ত্রকে আরো একবার উজ্জিবিত করলেন। তাদের এই প্রয়াসকে সমাজের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন।