তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিলা মহানগরীর কালিয়াজুরীতে রংধনু ব্যান্টমিন্টন টুর্ণামেন্ট-২০১৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারী শনিবার রাত ৮টায় ওই খেলায় শক্তিশালী দুই দল জাপান ও চীন অংশ নেয়। চীনকে পরাজিত করে জাপান চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন- প্রধান অতিথি কুমিলার বিশিষ্ট ব্যবসায়ি মোঃ ইকরামুল হক (ইকরাম) এবং বিশেষ অতিথি- কালিয়াজুরী শীলবাড়ী’র সর্দার নারায়ণ চন্দ্র শীল, স্বপন চন্দ্র শীল (স্বপন মাষ্টার), সুজিত চন্দ্র শীল, খোকন চন্দ্র শীল। এতে সভাপতিত্বে করেন- সাবেক প্যানেল কমিশনার হারুন- উর-রশিদ। ওই খেলায় চ্যাম্পিয়ান হয়েছেন- সত্যজিৎ চন্দ্র শীল (শৈত্য) ও শুভ দাস এবং রানার্স আপ হয়েছেন- রামু শীল ও তন্ময় শীল। খেলা পরিচালনা করেন- ইমরান, সুবল, নিজাম ও মহিউদ্দন। এ সময় শত শত ব্যান্টমিন্টন প্রিয়াসু দর্শক উপস্থিত ছিলেন।