পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ১শ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। ১৯ জানুয়ারী রবিবার সকালে উপজেলার দাশুড়িয়ায় পাবনা সুগার মিলের সামনের মহাসড়ক থেকে ফেন্সিডিলসহ মহিবুল মিয়াকে আটক করা হয়। সে সে বাঘার জোতকান্দি গ্রামের রয়েজ সরদারের ছেলে।
ঈশ্বরদী হাইওয়ে পাকশী ফাঁড়ির সাব-ইন্সপেক্টর সাইদার রহমান জানান, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের অভিযানের সময় গাড়ি তলাসী করতে গিয়ে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা লিটন-রিপন বাসের ছাদের উপর দু’টি প্লাষ্টিকের ব্যাগের ভিতরে ১শ বোতল ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
