আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার ছুরিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কর্মকৌশল বাস্তবায়ন ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ১৯ জানুয়ারী রবিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন আমতলীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসি ল্যান্ড) দেবেন্দ্র নাথ উরাও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলীর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একরামুল কবির।

ছুরিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ জন শিক্ষার্থীকে ক্ষুদে ডাক্তার নির্বাচিত করে সুস্থ্য জীবন নিশ্চিত করণে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখাসহ বিভিন্ন ধরনের প্রাথমিক চিকিৎসা ও পুষ্টিকর খাবারে উৎসাহিত করার দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে এসব শিক্ষার্থীদের ক্ষুদে ডাক্তার হিসেবে গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে এ কার্যক্রম অন্যান্য বিদ্যালয়ে শুরু করা হবে বলে আমতলীর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একরামুল কবির জানিয়েছেন।
প্রসঙ্গত, বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ বরগুনার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার থেকে এ কার্যক্রম শুরু করেছে।
