মনির হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) : রামগঞ্জ উপজেলায় গত ৫ দিন যাবৎ শৈত্য প্রবাহের ফলে প্রত্যন্ত গ্রামঅঞ্চলের গরীব চিন্নমুল ও খেটে খাওয়া কর্মজীবী মানুষের জীবনযাত্রা বাধাগ্রস্থ হয়ে চরম দুর্ভোগ নেমে এসেছে। পুরানো ও নতুন শীত নিবাহরনের বস্ত্রের দাম আগের তুলনায় কয়েক গুন বেড়েছে । কনকনে ঠান্ডা হাড় কাঁপানো শীতে আর ঘনকুয়াশার কাছে কর্মব্যস্ত মানুষ অসহায় হয়ে পড়েছে। গ্রাম অঞ্চলের অনেক অসহায় লোকজন সকাল-সন্ধ্যায় খড় কুটো জমিয়ে আগুন লাগিয়ে শীত নিবারন করতে চেষ্টা চালায়। ঘনকুয়াশা ও মেঘাচ্ছন্নের কারনে সূর্যের চেহারা দেখা যাচ্ছে না । মাঝে মধ্যে এক আধটু দেখা গেলেও সূর্যের উত্তাপ নেই বলেই চলে। স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা জানায় বিগত কয়েক দিনের চলমান শীতের তীব্্রতার কারনে তারা স্কুল কলেজে যেতে পারছে না । শীতের প্রকোপের কারনে সন্ধ্যার পর পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নের রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে । অন্যদিকে শীতে প্রকোপে ছোট ছোট শিশু ও বুড়ো মানুষদের মধ্যে কফ, কাশি,জ্বর, নিউমোনিয়া ঠান্ডাজনিত বিভিন্ন রোগ দেখা দিয়েছে। এ যাবৎ উপজেলা প্রশাসন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা রাজনৈতিক সংগঠন, সামাজিক ও দানশীল ব্যত্তিবর্গ কেহ হাত বাড়িয়ে শীত নিবারনের বস্ত্র নিয়ে গরীব ছিন্নমুল মানুষের সেবায় এগিয়ে আসেনি ।
