ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের সেনেরহাট গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাগরিকা বেগম নামের এক গৃহবধূর রগ কেটে দিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা।

স্থানীয় সূত্র ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গরুতে ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী রানা সিকদারের সঙ্গে গৃহকর্তা আলমগীর মৃধার বাক বিতন্ডার এক পর্যায়ে রানা সিকদারের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী মৎস্যজীবী আলমগীর ও তার স্ত্রীকে ধাওয়া করে এসময় আলমগীর পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী প্রতিবেশী খলিল মোলার বাড়ীতে আশ্রয় নেয়। সন্ত্রাসীরা সেখানেও উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে গৃহবধু সাগরিকা(৩০)কে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে এবং এক পর্যায়ে তার বাম পায়ের রগ কেটে ফেলে। আহত সাগরিকাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, আহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।
