পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা ছাত্রদল নেতা এমডি বদিউজ্জামান শেখ রুবেলকে শুক্রবার দুপুরে শহর থেকে পুলিশ গ্রেফতার করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রাজ্জাক মোল্লা জানান, সাম্প্রতিক সময় জেলা আওয়ামী লীগের কার্যালয় আগুনসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড সংঘটিত হবার বিষয়ে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে একাধিক অপতৎপরতার অভিযোগে বেশ কয়েকটি মামলা রুজু হয়েছে। এরই অংশ হিসেবে অভিযুক্তদের গ্রেফতার অভিযান চলছে।
আটক শেখ রুবেলকে থানা হাজতে রয়েছে বলে থানার ওই কর্মকর্তা জানান।
