চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে নলগাড়ি নামক স্থানে দুর্বৃত্তরা জাকির হোসেন (৩৭), হাসেম আলী (৩৫) ও স্বপন (৪০) নামে ৩ জন কাঁচামাল ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করে নগদ প্রায় ২ লাখ টাকার মালামাল ছিনতাই করে নিয়ে গেছে।
কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ির ইনচার্জ ইমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী শামসুল ইসলামের ছেলে জাকির হোসেন (৩৭), আব্দুল কাদেরের ছেলে হাসেম আলী (৩৫), আশরাফ আলীর ছেলে স্বপন (৪০) চুয়াডাঙ্গা থেকে কাচাঁমাল কিনে বৃহস্পতিবার রাতে আলমসাধু যোগে বাড়ি ফিরছিল। ফেরার পথে তারা চুয়াডাঙ্গার দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে নলগাড়ি নামক স্থানে পৌছালে ৭-৮ জন দুর্বৃত্ত তাদেরকে গতিরোধ করে পিটিয়ে গুরুতর জখম করে গাছের সাথে বেধে রাখে। পরে দুর্বৃত্তরা ও কাচামাল ব্যবসায়ীর কাছে থাকা নগদ টাকা, আলমসাধু মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। আহতদেরকে রাতেই কার্পাসডাঙ্গার স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ২ টি মোটরসাইকেলসহ সাড়ে ৫ লাখ টাকার মাদক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে থেকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র সদস্যরা ২ টি মোটরসাইকেল, ফেনসিডিল, ভারতীয় মদ ও কার্বন ফিল্ম রেজিষ্টার আটক করেছে। আটককৃত মালের মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লে: কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, তার নেতৃত্বে শুক্রবার ভোর থেকে সকাল ৯ টা পর্যন্ত হাবিলদার জিল্লুর রহমান, শওকত আলী ও তোতা মিয়া দামুড়হুদার দর্শনায় ও জীবননগরে অভিযান চালিয়ে ২ টি মোটরসাইকেল, ২৮৩ বোতল ফেনসিডিল, ৩২ বোতল ভারতীয় মদ ও ৩৫০০ টি কার্বন ফিল্ম রেজিষ্টার আটক করে। তিসি আরও জানান, আটককৃত এসব মালামালের মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।
চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ যৌথ টহল
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্তের ৬২ থেকে ৬৩ নম্বর মেইন পিলার পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটার বিজিবি-বিএসএফ যৌথ টহল দিয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ টহল চলে।
এতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটেলিয়ন বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মেদেনীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শফিকুল আলম ও ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার ১৭৩ ব্যাটেলিয়নের পুটিখালী ক্যামপের কোম্পানি কমান্ডার এসআই বিষ্ণুরঞ্জন বিহারী।
বাংলাদেশের পক্ষে ১২ জন এবং ভারতের পক্ষে ১৪ জন জোয়ান অংশ নেয়। সীমান্তে মানুষ হত্যা, শিশু-নারী পাচার ও মাদকসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে এই টহল ভূমিকা রাখবে বলে মনে করেন উভয় দেশের সীমান্তরক্ষীরা।
