শাহ আলম, টাঙ্গাইল : যুদ্ধাপরাধের বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে চলমান আন্দোলন এবং সা¤প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে গনজাগরন মঞ্চ থেকে ৩ দিনের ঢাকা থেকে ঠাকুরগাঁও রোডমার্চ কর্মসূচি নিয়ে বের হওয়ার প্রথম দিনে কয়েকটি পথসভা করার পর ১৭ জানুয়ারী শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ১০/১২টি বাস নিয়ে টাঙ্গাইলের এলেঙ্গা বাসষ্ট্যান্ডে পৌছলে স্থানীয় মুক্তিযুদ্ধা ও গণজাগরন মঞ্চের সর্মথকরা পথসভার আয়োজন করে।
গণজাগরন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রধান অতিথির বক্তৃতায় বলেন, সা¤প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে আলাদা আইন করতে হবে এবং নির্যাতনের ঘটনার সাথে জড়িত ব্যক্তি ও গোষ্ঠিকে অভিলম্বে গ্রেফতার করে দূত বিচার ট্রাইব্যুনালে এদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন সারাদেশে আক্রান্ত পরিবার গুলোর ক্ষতি নিরূপন করে তাদের ক্ষতিপূরন করতে হবে।
এসময় কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোলা, মুক্তিযুদ্ধা কমান্ডার মিজানুর রহমান মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।