জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে বন্যহাতির তান্ডব বেশ কয়েকটি পরিবার ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে। ১৭ জানুয়ারী শুক্রবার দিবাগত মধ্য রাতে ভারতের পাহাড় থেকে বন্য হাতিরা দল বেধে লোকালয়ে এসে মাখনেরচরের বসত বাড়ি ভাংচুর করে। এতে জাহিদুল, বিলাল, সাইদুর, আনোয়ার হোসেন, জহুরুল ইসলাম ও শফিকুলসহ প্রায় ১৩টি বসতি তছনছ শেষে একটি বড়ই ও পামগাছের বাগানের ক্ষতি সাধন করে। উপজেলা ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ মন্ডল জানান- বন্যহাতির আক্রমনে গবাদি পশু ও হাঁস মুরগী মারা যায়। ঘর বাড়ি ভাংচুর করে গোলার ধান খেয়ে ফসলের ব্যাপক ক্ষতি করেছে।
জামালপুরের জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান জানান- ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নগদ অর্থ বসতি নির্মাণের ঢেউ টিন বরাদ্দের আশ্বাস দেন। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম জানান- স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে কম্বল ও চাল বিতরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে হাতীর দলটি খাদ্যের সংকটের কারণে লোকালয়ে চলে আসে।