ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যারি লন্ডনের পক্ষ থেকে হতদরিদ্র শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যারির বাংলাদেশের প্রধান সমন্বয়ক ভাতঁগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস মিয়ার উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরন করা হয়।
শুক্রবার বিকেলে ভাতঁগাও ইউনিয়নের হায়দরপুর জস্ফম ভবনে কম্বল বিতরন উপলক্ষে এক আলোচনা সভা হাজী আলতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, ক্যাশ এন্ড ক্যারির বাংলাদেশের প্রধান সমন্বয়ক আলহাজ্ব গিয়াস মিয়া, ক্যাশ এন্ড ক্যারির ইউকে ডিরেক্টর ফয়জুল হক, মধু মিয়া ও আলহাজ্ব মহরম আলী। সভায় বক্তারা বলেন, মানব সেবার মহান ব্রত নিয়ে সমাজের অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো দেশ-বিদেশের বিত্তবান মানুষের নৈতিক দায়িত্ব। তাই লন্ডনস্থ বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যারি শীতবস্ত্র নিয়ে শীতার্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে যা প্রশংসার দাবীদার। এ সময় ভাতঁগাও ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরীব অসহায় ৫শ’ শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরন করা হয়।