কেশবপুর (যশোর) প্রতিনিধি : উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ১১ টায় বিদ্যালয় বিহীন এলাকায় ১৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় যশোরের কেশবপুর পৌর এলাকার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন ও শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন জন প্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী কর্তকতা আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুরের সংসদ জন প্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ.এম আমির হোসেন। অন্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভবানী শংকর দাস, ওসি সৈয়দ লুৎফর রহমান, কাউন্সিলর বিপুল সিদ্দিকী প্রমুখ।
