পুতুল রানী সাহা, কবিরহাট (নোয়াখালী) : নোয়াখালীতে নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষ্যে কবিরহাট উপজেলায় এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় নবনিযুক্ত জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, সন্ত্রাসীরা কোন দলের নয়, সন্ত্রাসী সন্ত্রাসীই। তিনি বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের উদ্দ্যেশে বলেন আপনারা দরিদ্রদের দান খয়রাত কোন ধনীদের দিবেন না, মনে রাখবেন দরিদ্ররা আলাহ পাকের মজলুম তাহাদের দোয়া আলাহ কবুল করেন।
কবিরহাট থানার উদ্দেশ্যে বলেন, কৃষকরা যদি ধান চাষ করে, ঘরে ধান না নিতে পারেন এবং শিল্প পতিরা কারখানা করে সন্ত্রাসীদের চাঁদা দিতে হয় তাহলে কৃষকরা আর ধান চাষ করবেনা এবং শিল্প পতিরা নতুন কারখানা তৈরি করবেনা, আপনারা এই বিষয় গুলো সজাগ দৃষ্টি রাখবেন, এই সকল ক্ষেত্রে যাহাতে কোন বিশৃংখলা সৃষ্টি না হয়। উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের উদ্দেশ্যে উনি আরো বলেন আপনারা মতে রাখবেন সংবিধান অনুযায়ী আমরা প্রজাতন্ত্রের কর্মচারী অর্থ্যাৎ আমরা জনগনের সেবক কাজেই জনগনের সেবা প্রতিটি দপ্তরে যাহাতে ঠিকমতে করা হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। সাংবাদিক দের উদ্দেশ্য উনি বলেন আপনারা জাতির বিবেক সমাজের সঠিক দূর্নিতীর চিত্র ও সমষ্যা গুলো তুলে ধরবেন। উক্ত মত বিনিময় সভায় কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার হিলোল বিশ্বাস এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবি জয়নব রিতু, চেয়ারম্যানদের পক্ষ থেকে ৪নং ঘোষবাগ ইউনিয়ন এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফারুক আহাম্মদ, উপজেলা পর্যায়ে কর্মকর্তা দের পক্ষ থেকে উপজেলা প্রকৌশলী আবদুস ছাত্তার ফারুখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের চৌধুরী, কবিরহাট থানার পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহবুবুল আলম, সাংবাদিক দের পক্ষ থেকে কবিরহাট প্রেসক্লাব ও রাস্ডো সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক এস এম ফারুক হোসেন সহ উক্ত মত বিনিময় সভায় উপজেলা পর্যায়ে সর্ব দলীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভা শেষে কবিরহাট প্রেসক্লাব এর পক্ষ থেকে জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান কে শুভেচ্ছা স্বরুপ উপহার দেওয়া হয়।