শ্যামলবাংলা ডেস্ক : গোলযোগের কারণে স্থগিত থাকা ৫ জেলার ৭ টি সংসদীয় আসনের প্রায় ৪শ কেন্দ্রে ভোট গ্রহণ বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এতে আওয়ামী লীগ ৩টি, জাতীয় পার্টি একটি, তরীকত ফেডারেশন একটি ও দু’টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
৫ জানুয়ারি ঘোষিত চূড়ান্ত ফলে আওয়ামী লীগ ২২৯, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, জেপি ১, তরীকত ১, বিএনএফ ১ ও স্বতন্ত্র ১৪টি আসন পেয়েছিল। ইতোমধ্যে তারা শপথও গ্রহণ করেছেন। ৫ জানুয়ারি কুড়িগ্রাম-৪ আসনের ফল স্থগিত হলেও আদালতের আদেশে বৃহস্পতিবার ওইআসনের স্থগিত কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হয়নি।